Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

গাইবান্ধায় শব্দদূষণ বন্ধে লিফলেট বিতরণ ও গাড়িতে স্টিকার লাগানো হয়।

মো: জাহিদুল ইসলাম
প্রতিনিধি, গাইবান্ধা।

গাইবান্ধায় বিভিন্ন যানবানের চালক ও সড়কের পশে অবস্থানরত মানুষদেরকে শব্দ দূষণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে ‘শহরের শান্তি, হর্ণের নীরবতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে গাইবান্ধা ১নং ট্রাফিক মোড় হতে বাস টার্মিনাল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

এসময় ‘শব্দদূষণ কমান, হর্ণ বাজানো বন্ধ করুন, ‘আমরা যদি বদলাই, সমাজও বদলাবে’, ‘সচেতন হোন, সুস্থ থাকুনসহ বিভিন্ন লিফলেট বিতিরণ ও সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জিহাদ আকন্দ, সদস্য শুভ, আশফিকা জাহান আফি, আব্দুল্লাহ্ মোহাম্মদ জিসান, সাকিব শেখ, সুমাইয়া আকতার আর অন্যও সদস্যরা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।