মো: জাহিদুল ইসলাম
প্রতিনিধি, গাইবান্ধা।
গাইবান্ধায় বিভিন্ন যানবানের চালক ও সড়কের পশে অবস্থানরত মানুষদেরকে শব্দ দূষণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে ‘শহরের শান্তি, হর্ণের নীরবতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে গাইবান্ধা ১নং ট্রাফিক মোড় হতে বাস টার্মিনাল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এসময় ‘শব্দদূষণ কমান, হর্ণ বাজানো বন্ধ করুন, ‘আমরা যদি বদলাই, সমাজও বদলাবে’, ‘সচেতন হোন, সুস্থ থাকুনসহ বিভিন্ন লিফলেট বিতিরণ ও সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জিহাদ আকন্দ, সদস্য শুভ, আশফিকা জাহান আফি, আব্দুল্লাহ্ মোহাম্মদ জিসান, সাকিব শেখ, সুমাইয়া আকতার আর অন্যও সদস্যরা