Breaking News
জুলাই ২২, ২০২৫

সাংবাদিক মোঃ আতাউল্লাহ আরীফী শুভ জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক : নিউজ আই লাইভ এর ব্যবস্থাপনা সম্পাদক, জাতীয় দৈনিক আমার বার্তা রিপোর্টার
ও দৈনিক আজকালের কন্ঠ রিপোর্টার এবং বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ পটুয়াখালী জেলার দপ্তর সম্পাদক। সময়ের সাহসী তরুন সাংবাদিক মোঃ আতাউল্লাহ আরীফীর জন্মদিন আজ।

যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক এক সাংবাদিক আতাউল্লাহ আরীফীর পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যর সন্ধানে রত নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ বিলাস লোভে মোহ ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদন্ধি। অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের পটুয়াখালীর কীর্তি সন্তান প্রতিবাদী সাংবাদিক মোঃ আতাউল্লাহ আরীফী।

তার জন্মদিনের সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *