Breaking News
জুলাই ২৩, ২০২৫

গাইবান্ধায় ৩৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

মো:জাহিদুল ইসলাম।
প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মতি ওরফে পাগলাকে (৬০) দীর্ঘ ৩৬ বছর পর গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর সোয়া ৫টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৯৮৮ সালের ২৬ মার্চ ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মোজাম্মেল হক তিনজনের বিরুদ্ধে ডাকাতির অপরাধের বিষয়ে ফুলছড়ি থানায় মামলা করেন। এরপর থেকে দীর্ঘ ৩৬ বছর আব্দুল মতি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেবীরপাট এলাকায় নিজের নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট নামক এলাকায় মঙ্গলবার ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জিআর মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামি আব্দুল মোতি ওরফে পাগলাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *