শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
স্বপ্ন সাহস নিয়ে আগামীর পথ চলো,
জ্ঞানের আলোয় গড়বে জগৎ উচ্চ কন্টে বলো, এই স্লোগান কে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মা সমাবেশ ও শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ানের ফলাফল প্রদান করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাযিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুনিম,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা মাধুরি চক্র বর্তি,খাদিজা বেগম,রাজনা বেগম,ফাহমিদা বেগম সহ বিদ্যলায়ের কোমলমতি শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দগন।
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ বলেন, মা সমাবেশে শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়ন, দেখে দেখে পড়তে পারা শতভাগ নিশ্চিতকরণ ও প্রতিদিন বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি করতে হবে, শিক্ষার্থীদের ও পড়াশোনার পাশাপাশি পিতা মাতার প্রতি যত্নশীল হতে হবে। পড়াশোনায় মনোযোগী থাকতে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করতে হবে এ বিষয় পিতা মাতা সন্তানের প্রতি যত্নশীল হওয়ার উদার্ত আহব্বান জানান শিক্ষকবৃন্দগন।