নিজস্ব প্রতিবেদক
আজ খুব ভোরে ওয়াশিংটনে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে তিন দিনের কুয়েড আন্তর্জাতিক সম্মেলনে, ভারতের প্রতিনিধিত্ব করবেন।আজ যখন তিনি ওয়াশিংটনে পৌঁছে যান, তখন তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক কুয়েড সম্মেলনে উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার এন্টোনি জেনারেল। সেই সঙ্গে কুয়েড সম্মেলন ভুক্ত দেশ এর প্রতিনিধিরা। সেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং বানিজ্যিক ও সামরিক সহায়তা প্রদান নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। এবং বিশ্বের উষ্ণায়নের ক্রমাগত প্রভাব কমাতে কি কি ব্যাবস্থা নেয়া যেতে পারে তার জন্য সবধরনের সহযোগিতা করবে কুয়েড সম্মেলনে আগত প্রতিনিধিরা। তিন দিনের কুয়েড সম্মেলনে র ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার এন্টোনি জেনারেল সাথে দেশের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সাথে বৈঠক করবেন। তিন দিনের কুয়েড সম্মেলনে ভারতের সাথে আমেরিকার বিভিন্ন বিষয় নিয়ে চুক্তি হবার কথা রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্যে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। এই কুয়েড আন্তর্জাতিক সম্মেলন থেকে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ বন্ধ ও শান্তি স্থাপনা নিয়ে কি বার্তা দেয় দেখার বিষয়।।