আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন এখনই প্রস্তুতি নিতে হবে, কারন এটি হবে সবচেয়ে কঠিন নির্বাচন

স্টাফ রিপোর্টার কাওসার হোসেন মুন্না

দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিং পেছনে ফেলে এক ব্যানারে দাঁড়াল পটুয়াখালী জেলা বিএনপি।জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণ, রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমা জেলা বিএনপি আয়োজিত দোয়া ও মৌন-মিছিলে দলের সকল গ্রুপ একত্র হয়।

শুক্রবার শহরের মদিনা জামে মসজিদে দোয়া শেষে মৌন মিছিল কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান টোটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, গত ১৬ বছর ধরে বিএনপির ওপর চলছে রাষ্ট্রীয় দমন-পীড়নের স্টিম রোলার। হাজার হাজার নেতা-কর্মী গুম-হত্যা-নিপীড়নের শিকার হয়েছেন।

এমন কোনো নেতাকর্মী নেই যার নামে মামলা নেই। ৫ লাখ মামলায় প্রায় ৫০ লাখ বিএনপি কর্মীকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *