Breaking News
জুলাই ২১, ২০২৫

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে হাতপাখার প্রার্থী যুবনেতা মুফতী আবু বকর সিদ্দীক

মো.সাফায়েত রহমান আবির,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে প্রার্থী ঘোষণা করেছে। গতকাল (৯জুলাই) বুধবার পটুয়াখালী জেলা আন্দোলনের সেক্রেটারি মাস্টার আবদুল হাকিম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

গলাচিপা উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা তানভীর হোসাইন বলেন, পটুয়াখালীর গলাচিপা-দশমিনা এলাকা হাতপাখার ঘাঁটি। অত্র এলাকায় ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্ত অবস্থানসহ পীর সাহেব চরমোনাইর অসংখ্য ভক্ত মুরীদানও রয়েছে। তাছাড়া রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন সুন্দর সময় পার করছে। নীতি ও আদর্শের মাধ্যমে আমরা মানুষের মন জয় করতে পেরেছি, সুতরাং পটুয়াখালী-৩ আসনে জাতীয় নির্বাচনে হাতপাখা ফেভারিট হিসেবে থাকবে।

দশমিনা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ ইবরাহীম বলেন, মুফতী আবু বকর সিদ্দীক ভাই একজন তরুণ রাজনীতিবীদ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার অসামান্য ভূমিকা ছিল। তিনি একজন মুহাদ্দিস, কলামিস্ট ও ইসলামিক স্কলার। এমন একজন স্বচ্ছ রাজনীতিবীদ আমাদের প্রার্থী হওয়ায় আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ।

জানা গেছে, অচিরেই সাংবাদিক সম্মেলন করে গলাচিপা-দশনিনার প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। স্থানীয় সূত্র জানায়, মুফতী আবু বকর সিদ্দীক ঘোষণার আগেই ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের নজর কেড়েছেন। তিনি তারুণ্য বান্ধব নেতা হিসেবে নির্বাচনী এলাকায় তরুণ-যুবকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *