Breaking News
এপ্রিল ২৩, ২০২৫

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য রেলি ও সভা অনুষ্ঠিত।

মোঃ মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

*স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলা সদরে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, এনডিডি ট্রাস্ট এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রামের আয়োজনে মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য রেলি বের হয় । সাইট সেভার্সের অর্থায়নে জেলা একীভুত চক্ষুসেবা কর্মসুচির আওতায় এবং উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুড়ি মিলনায়তনে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক , কনসালটেন্ট ডাক্তার আরিফুর রহমান ,এনডিডি ট্রাস্ট এর প্রতিনিধি ডাক্তার মামুনুর রশিদ , জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম মনিরুজ্জামান ,উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায় সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে সফল কেয়ার গিভার হিসেবে কৃষ্ণা রানী সাহা, সফল পিতা-মাতা হিসেবে হবিবর রহমান ও জোবেদা বেগম এবং সফল প্রতিষ্ঠান হিসেবে সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।