
আব্দুল হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের ময়মনসিংহ রোডে মেসার্স মধুপুর প্লাস্টিক হাউজে আরএফএল এর এক্সক্লুসিভ শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১এপ্রিল) দুপুরে শো-রুমের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন ও ডিউরেবল প্লাস্টিক লিমিটেড এর ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ তৌকিরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির । এসময় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল -১ মধুপুর ও ধনবাড়ী আসনের জামাত মনোনীত প্রার্থী ও মধুপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু প্রমুখ। বক্তব্য শেষে মোনাজাত ও কেক কাটা হয়।
এসময় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, সুধীমহল ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।