Breaking News
এপ্রিল ২২, ২০২৫

শওকত হোসেন হাওলাদারের সন্ত্রাসী পুত্রের বিরুদ্ধে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের একশন শুরু।

নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ :- বাকেরগঞ্জ উপজেলা বিএনপি নেতা শওকত হোসেন হাওলাদারের সন্ত্রাসী পুত্র কামাল হাওলাদার ও তার বাহিনীর বিরুদ্ধে একশন শুরু করেছে উপজেলা প্রশাসন।
সূত্র মতে কামাল হাওলাদার ৫ই আগস্ট এর পরপরই একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে উপজেলার কলসকাঠি ইউনিয়ন জুড়ে ত্রাসের রাম রাজত্ব কায়েম করে। কামাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসাবে কাজ করছে কলসকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা। এই বাহিনী চাঁদাবাজি দখলবাজি ভূমিদস্যুতা সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে গত ছয় মাসে কমপক্ষে পাঁচ কোটি টাকা লুটে নিয়েছে। সন্ত্রাসী বাহিনীর গডফাদার কামাল আল আমিনের ভয়ে কেউ মুখ খুলতে পারছিল না। উপজেলা প্রশাসন এবং স্থানীয় থানা পুলিশ আইমি অ্যাকশন শুরু করার পর মুখ খুলতে শুরু করেছে স্থানীয় ভুক্তভোগীরা। উল্লেখ্য ১৬ই মার্চ উপজেলার কলসকাঠি ধাপরকাঠি এলাকার পান্ডব নদীর চরের মাটি কেটে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান কামাল হাওলাদার এবং ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কলসকাঠি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলামিন মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনীর সাঙ্গপাঙ্গরা। এ সময় ঘটনাস্থল থেকে মাটি চুরি করার সরঞ্জাম, একটি পন্টুন ও ১টি বেকু আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ১৭ ই মার্চ উপজেলা ভূমি অফিসের নাজির নাসির উদ্দিন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং জিআর ১০৪/২৫। ভুক্তভোগী সূত্র মতে টিউবয়েলের ঠিকাদার হাবিবুর রহমান ওরফে গুডু হাবিব কে জিম্বি করে মোটা অংকের চাঁদা দাবি করে দাবিকৃত চাঁদা না পেয়ে কামাল বাহিনীর সন্ত্রাসীরা তার ৩৫ লক্ষ টাকা মূল্যের মেশিন ও সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। বিএম একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক দিপদ চন্দ্র পালকে খুন যখন এবং বাড়ি ছাড়ার হুমকি দিয়ে চাঁদাবাজির শিকার বানানো হয়। এছাড়া মোটা অংকের টাকার বিনিময় রুহুল আমিন নামে এক ব্যক্তিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় ভুক্তভোগীরা জানান সন্ত্রাসী কামাল, আলামিন বাহিনী কলসকাঠির ২৩ টি ইটভাটা থেকে মাসিক মাসোয়ারা আদায় করে প্রতিটি ইটভাটা থেকে প্রতিমাসে বিশ হাজার টাকা আদায় করা হয় বলে সূত্রের দাবি। সূত্র আরো জানায় সরকারি খাস জমি দখল করে পাঁচটি পাকা ঘর নির্মাণ করে কলসকাঠী বাজারের চাউল পট্টি এলাকায় এবং প্রতিটি ঘর থেকে
২ লক্ষ টাকা হাতিয়ে নেয়।এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) আইনের শাসনে বিশ্বাসী। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিকে সাধুবাদ জানিয়ে তিনি আরো বলেন পুরো ঘটনা দলীয়ভাবে তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হাওলাদার বলেন অপরাধী যেই হোক দেশ ও জনগণের স্বার্থে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় নেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।