
জামালপুর ইসলামপুর ১০মার্চ সোমবার
স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ লিটনের পরিবারের প্রতি সম্মান জানিয়ে ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. তৌহিদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ উপহার শহীদ লিটনের পরিবারের কাছে পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
শহীদ লিটন ইসলামপুর উপজেলার একজন সাহসী সন্তান, যিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গ করেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার মতো অসংখ্য শহীদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগ শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শহীদদের অবদান স্মরণ করার একটি প্রয়াস।