
ড্যান্স দিয়ে ক্যারিয়ারের শুরুতে বিনোদন জগতে পা রাখেন। পরবর্তীতে মনোযোগী মডেলিং ও মিউজিক ভিডিওতে। দেশ এবং দেশের বাইরে ড্যান্স ও মিউজিক ভিডিও করে দর্শকপ্রিয় হয়েছেন তিনি।
বলছি তরুণ প্রতিভাবান প্রজন্মের মডেল নিকি আহমেদ। নিজের আকর্ষণীয় সৌন্দর্য দিয়ে মিডিয়াতে কাজ করছেন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী ) তার জন্মদিন।
জন্মদিন প্রসঙ্গে নিকি বলেন, জন্মদিন প্রতিটি মানুষের জীবনে বিশেষ একটি দিন। দিনটি নিজের মতো করেই কাটাবেন বলেও জানান তিনি।
ভক্ত-অনুরাগীদের কাছে দোয়াও চান নিকি আহমেদ। যাতে করে সামনের দিনগুলো সুন্দর, উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত হয়।
নিকি আহমেদ আরও জানান, বর্তমানে তিনি একটি ড্যান্স এর শো’র জন্য মালয়েশিয়াতে অবস্থান করছেন। খুব শীগ্রই দেশে ফিরে তার কয়েকটি মিউজিক ভিডিওতে যোগ দিবেন।