Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের দরজা-জানালা খুলে নেওয়ার সময় আটক ১

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র থেকে লোহার দরজা ও জানালা খুলে নেওয়ার সময় একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম হানিফ মোল্লা (৫৫)। তিনি বকুলবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লামনা গ্রামের আপ্তের মোল্লার ছেলে।

জানা যায়, শনিবার সকালে হানিফ মোল্লা ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের ভবনে ঢুকে দরজা-জানালাসহ বিভিন্ন মালামাল খুলে একটি অটোভ্যানে তুলছিলেন। স্থানীয় লোকজন বিষয়টি দেখে দ্রুত কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে তদন্ত কেন্দ্রের এস আই কামাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে হানিফ মোল্লাকে আটক করেন এবং মালামাল জব্দ করেন।

এ ঘটনায় বকুলবাড়িয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজিনা আক্তারের নাম উঠে এসেছে। আটক হানিফ মোল্লা স্বীকার করেছেন যে, অধ্যক্ষ রেজিনা আক্তারের নির্দেশেই তিনি দরজা-জানালা খুলছিলেন।

রেজিনা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “তথ্যসেবা কেন্দ্রের জন্য বরাদ্দ দুইটি রুম ইউনিয়ন পরিষদের। তবে বাকি রুমগুলো আমাদের ব্যক্তিগত মালিকানাধীন। তথ্যসেবা কেন্দ্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং সেখানে মাদকসেবীদের আড্ডা হয়। তাই দরজা-জানালা খুলে নিতে বলেছি।

বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের মালামাল ও আটক ব্যক্তির বিষয়ে তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তথ্যসেবা কেন্দ্রটি ইউনিয়ন পরিষদের বরাদ্দে করা হয়েছিল

কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ঝিলন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মালামাল পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।