মুহাম্মদ এমরান
বান্দরবান
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড চাককাটা এলাকায় জঙ্গলের পাশে একটি মৃত বন্য হাতির সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ৬ জানুয়ারী সোমবার দিন অথবা রাতের কোন একসময় বিভিন্ন ফলদ ও বনজ বাগান রক্ষায় কৃষকদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে বন্য হাতিটির মৃত্য হয়।
৭ জানুয়ারী মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মৃত হাতিটিকে জঙ্গলের পাশে ছোট্ট একটি ঝিরিতে পড়ে থাকতে দেখে লামা বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে লামা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির দেহটি উদ্ধারের চেষ্টা চালায়।
লামা বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতাহা ইলাহি হাতি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হাতিটি কিভাবে মারা গেল এখনো তার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং হাতিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
এদিকে চাককাটা এলাকার পার্শ্ববর্তী গ্রাম বিছইন্ন্যার ছড়া এলাকার বাসিন্দা মৃত আলী আহাম্মদ এর ছেলে ফরিদুল আলম প্রকাশ ফুতু নামে এক ব্যক্তি সোমবার রাত সাড়ে ৯টায় বন্যা হাতির আক্রমণ করলে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।