Breaking News
জুলাই ২৭, ২০২৫

গলাচিপায় পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারে ওয়ারিশের সংবাদ সম্মেলন

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো. মোস্তাফিজুর রহমান (মফিজ)। তিনি গলাচিপা পৌরসভার ৪ নং ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকার স্থায়ী বাসিন্দা এবং মৃত মো. নূরুল হাই-এর পুত্র। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান জানান, তার দাদা মরহুম আফাজ উদ্দিন আহমেদ (পেশকার)-এর সম্পত্তির একজন বৈধ ওয়ারিশ তিনি। তার দাদার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি পরিচালনা ও ভোগদখল করছেন তার চতুর্থ চাচা ডাঃ মোঃ নূরুল আমিন। এ কারণে তিনি পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি আরও জানান, বিভিন্ন কৌশলে চাচা নূরুল আমীন দাদার কাছ থেকে জমি দলিল করে নিয়েছেন। এছাড়া, তার পাঁচ চাচার মধ্যে মানসিক ভারসাম্যহীন এক চাচার জমি ও পেনশনের টাকা আত্মসাৎ করেছেন। দাদার মালিকানাধীন এজমালি ঘর ও সম্পত্তি দখল করার পাশাপাশি, তার বাবা ব্রেন স্ট্রোক করার পর চাচা কৌশলে তার বাবার কাছ থেকেও সম্পত্তির দলিল নিয়েছেন।

তিনি বলেন, “আমি বৈধ ওয়ারিশ হিসেবে আমার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে চাই। প্রশাসন, সুধী সমাজ এবং গণমাধ্যমের সহযোগিতার মাধ্যমে আমার অধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।” মোস্তাফিজুর রহমান সংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয় সুধী সমাজের প্রতি আহ্বান জানান, তারা যেন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এবং তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *