Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

কাপাসিয়ায় নিখোঁজের দুই মাসেও ছেলের সন্ধান পাননি মা

ঢাকা গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার দুই মাস পরও শিশু মো. হামিম (১৫) সন্ধান মেলেনি। এ অবস্থায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন শিশুটির মা। ছেলের সন্ধান দিতে সবার প্রতি অনুরোধ করেছেন তিনি।

হামিমের মা মোসাঃ মাবিয়া আক্তার আজ বৃহস্পতিবার নিউজ আই লাইভ কে বলেন, তার ছেলের কোন কারন ছাড়াই সে বাসা থেকে বেরিয়ে যায়। নিখোঁজের দুই মাস হলেও আর বাসায় ফিরেনি। । ছেলের সন্ধানে ঢাকার বিভিন্ন মাজারে বিভিন্ন মার্কেট বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। এলাকায় মাইকিং করা হয়েছে। গ্রামে আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েছেন। কিন্তু কোথাও ছেলের সন্ধান পাওয়া যায়নি। কেউ ছেলেটির সন্ধান পেলে কাপাসিয়া থানায় জানানোর অনুরোধ করেন তিনি।

গত ২৯ অক্টোবর রাত ৮টায় নিখোঁজ হয় স্কুলশিক্ষার্থী মো. হামিম। নিখোঁজের ১৩ দিন পর কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মাবিয়া। জিডিতে বলা হয়, ২৯ অক্টোবর রাত ৮ টায় কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যায় হামিম। তার উচ্চতা ৫ ফুট ২ইঞ্জি । গায়ের রং শ্যামবর্ন,। নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ রংএর গেঞ্জি ও গ্র্যাভাটিং প্যান্ট, পায়ে কালো রংয়ের স্যান্ডেল।

নামঃ মোঃ হামিম
পিতার নামঃ ইসমাইল হোসেন
মাতার নামঃ মাবিয়া আক্তার
গ্রামঃ ইকুরিয়া, পোস্টঃ ইকুরিয়া বাজার, ইউনিয়ন -কড়িহাতা, থানাঃ কাপাসিয়া, জেলাঃ গাজীপুর।
কেউ শিশুটির সন্ধান পান তাহলে মোবাইল নম্বর ০১৭৩৮৪৫০৭০৫ জানাতে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।