স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জ ফাউন্ডেশনের মতবিনিময় অনুষ্ঠিত ও অফিস এডমিনদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাদারগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে শহরের রনি সুপার মার্কেটে ফাউন্ডশন কার্যালয়ে এ মত বিনিময় সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস নুরুন্নাহার খানমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ কোর্ট ঢাকা এর সহকারী পাবলিক প্রসিকিউটর ও মাদারগঞ্জ ফাউন্ডেশনের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট হারুন অর রশীদ। এসময় তিনি মাদারগঞ্জ ফাউন্ডশনের ২ জন অফিস এডমিনকে শপথ বাক্য পাঠ করান। মতবিনিময় সভায় সাম্প্রতিক বিনামূল্যে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগ্রহ জামাই মেলাতে ক্যাম্পেইনের পর্যালোচনা করা ও সেই সাথে আগামী তে ফাউন্ডেশনের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করা হয়। এসময় দৈনিক কালবেলা ও চ্যানেল এস টেলিভিশনের
মাদারগঞ্জ প্রতিনিধি আকন্দ সোহাগসহ ফাউন্ডশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।