Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

মধুপুরে জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ” ইসকন” কর্তৃক  বর্বরোচিত হামলায় চট্রগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও জঙ্গি সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  মধুপুরে সর্বস্তরের শিক্ষার্থী ও বিপ্লবী জনতার আয়োজনে বুধবার বিকেলে মধুপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক  বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মধুপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নুতন ব্রিজের উপর এসে সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন, মৌঃ মো. মাসুম বিল্লাহ, মৌঃ শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মধুপুর প্রতিনিধি সবুজ, ছাত্র সমন্বয়ক আরিয়ান খান  অনিক, মৌঃ আবু তাহের, ছাত্র নেতা  সিয়াম প্রমুখ।

 বক্তারা তাদের বক্তব্যে সন্ত্রাসী সংগঠন “ইসকনকে” অবিলম্বে নিষিদ্ধের দাবি জানায়। এছাড়াও চট্রগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার সাথে 

 জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।