Breaking News
জুলাই ২২, ২০২৫

রংপুরে এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ।

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর।

রংপুর নগরীর বুড়িরহাটে অবস্থিত ঐতিহ্যবাহী আনন্দলোক মহাবিদ্যালয়ে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় ২০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।

২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় কলেজে মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
আনন্দলোক মহাবিদ্যালয় আয়োজিত সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আল্ আমিন ট্রাস্ট, রংপুর এর চেয়ারম্যান ও রংপুর জেলা মটর মালিক সমিতি’র সাবেক সহ-সভাপতি অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান বেলাল।

বিশেষ অতিথি ছিলেন, মুহাম্মদ শামসুর রাহমান, রাশেদ মাহমুদ।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান বেলাল বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।
তোমরাই শিক্ষার মাধ্যমে আগামীতে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।

আনন্দলোক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক (ক্রেষ্ট) ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এবং অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয় সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, কবিতা আবৃতি ও সঙ্গীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *