মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হুমায়ুন কবিরের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এ কারণে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দলে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।
এ সিদ্ধান্তে কুড়িগ্রাম জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের অনেকেই বিষয়টিকে ‘বার্তা’ হিসেবে দেখছেন— সংগঠনের নিয়ম ভাঙলে ছাড় নেই।