
মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার আঞ্চলিক অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা শহরের কৃষ্ণপুর মোগলবাসা রোডে আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা শাখার আঞ্চলিক অফিস উদ্বোধন উপলক্ষ্যে ২০ জুলাই’২০২৫ইং রবিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর থানার এএসআই মোঃ শওকত আলম সিদ্দিক এবং প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা শাখার নির্বাহী কমিটির সকল সদস্যদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা শাখার কার্যনির্বাহী কমিটির নির্বাহী সভাপতি মোঃ মাজেদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম খন্দকার। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম সদর থানার এএসআই মোঃ শওকত আলী সিদ্দিক এর হাত থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সংগঠনের পরিচয়পত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা শাখার অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরনবী সরকার, আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মরিয়ম বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশীষ নারায়ণ সরকার, নির্বাহী সদস্য আঃ সবুর মিয়া প্রমূখ। মতবিনিময় সভায় অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম মিলন বলেন- কুড়িগ্রাম জেলায় সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইউনিটের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষকে আইনী সহায়তা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন এর আওতায় যে কোন আইনি সহায়তা প্রদান করা হয়। যদি আপনি আইনের সুফল থেকে বঞ্চিত হন। যদি আপনি আদালতে ন্যায় বিচার প্রত্যাশায় বাধাগ্রস্থ হন আমাদের সংগঠনের সহযোগিতা পাবেন। দেশ ও দেশের মানুষের স্বার্থে জনকল্যাণমুলক কাজ করতে চান। যদি আপনি এই কমিশনের সাথে সম্পৃক্ত হয়ে আর্তমানবতার কল্যাণে কাজ করতে চান তাহলে চলে আসুন আমাদের কমিশনে। প্যানেল আইনজীবির মাধ্যমে আইনি সহায়তা করা হয়।