Breaking News
জুলাই ২১, ২০২৫

আমাদের এই অর্জন ইসলামপুর উপজেলা ও সকল কর্মকর্তা-কর্মচারী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল।

শরিফ মিয়া টাফ রিপোর্টার

জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করায় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুরষ্কার প্রদান করা হয়েছে।

রবিবার (২০শে জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাসিনা বেগম ইউএনও মো: তৌহিদুর রহমানের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

এ বিষয়ে ইউএনও মো: তৌহিদুর রহমান বলেন- আমাদের এই অর্জন ইসলামপুর উপজেলা ও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবসময় মানুষের দোরগোড়ায় গুণগত সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই স্বীকৃতি আমাদের আগামী দিনে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। যারা এ অর্জনে যারা পাশে থেকে সহায়তা করেছেন আপনাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

বিভাগের ৩৫টি উপজেলার ভেতর এই সাফল্য অর্জন করে ইসলামপুর উপজেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *