জহিরুল হক আকন ( বাকেরগঞ্চ, বরিশাল প্রতিনিধি)
বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে গণমাধ্যম কর্মীদের সিপিআর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১০ টায় সিআইপিআরবি'র আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন পরিচালনা করেন সিআইপিআরবি'র প্রাথমিক সেবা বিষয়ক মাস্টার ট্রেইনার সামসুন নাহার।
কর্মশালায় উপস্থিত ছিলেন সিআইপিআরবি'র উপ-পরিচালক মোঃ আবুল বরকাত, ডেপুটি ম্যানেজার ফারহানা ফেরদৌস, এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ মোতাহের হোসাইন, প্রেসক্লার সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সাংবাদিক বায়েজিদ বাপ্পি, মোঃ আবুল বাসার, মোঃ জাহিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম সুজন, গাজী কবির আহমেদ, নিলুফা ইয়াসমিন তানিয়া, কামাল মৃধা, জহিরুল ইসলাম, মাইনুল ইসলাম, মোঃ বেল্লাল হোসেন, মুহাঃ জাহিদ রায়হান, মোঃ সানি প্রমূখ।
কর্মশালায় পানিতে ডুবা ব্যক্তিকে কিভাবে সিপিআর এর মাধ্যমে সুস্থ করে তোলা যায় সে বিষয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়।