
স্টাফ রিপোর্টার কাওসার হোসেন মুন্না
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণ, রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমা জেলা বিএনপি আয়োজিত দোয়া ও মৌন-মিছিলে দলের সকল গ্রুপ একত্র হয়।
শুক্রবার শহরের মদিনা জামে মসজিদে এ মিলাদের আয়োজন করা হয়। দোয়া শেষে মৌন মিছিল কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান টোটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।