
পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশি অভিযানে যুবলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। বৃহস্পতিবার ও শুক্রবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম।
গ্রেফতারকৃতরা হলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন (৫৩), একই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন (৪০), ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন সিকদার (৪০), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খলিফা (৪০), মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন (৩৫) এবং আলীপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সভাপতি আজাহার আকন (৫৩)।
পুলিশ জানায়, ২০২২ সালের ৬ মার্চ উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির এক কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এতে শতাধিক নেতাকর্মী আহত হন। এই ঘটনার জেরে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত সন্দেহভাজন আসামিদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে পরিচালিত এ অভিযানে থানা পুলিশ গ্রেফতারকৃতদের নিজ নিজ এলাকা থেকে আটক করে।
ওসি আব্দুল আলীম বলেন, “আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”