মোঃ মাইনুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ১৬ জুলাই’২০২৫ইং বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরে আলমাস কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত আগামী ২১ জুলাই বাংলাদেশের প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিওভুক্তির মাধ্যমে বিশেষ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় এক কর্মসূচী ঘোষণা করেছে। কর্মসূচী সফল করার লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে জেলার সকল বিশেষ শিক্ষা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সাধারণ সভায় উপস্থিত ছিলেন-
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান, সহ-সভাপতি মোঃ আশরাফুল, আবুল কালাম আজাদ, বাদল হোসেন, সাধারণ সম্পাদক রশিদুন নবী, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোঃ এরশাদুল হক, মোঃ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মমিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, অর্থ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আজমেরী বেগম, পরিকল্পনা উন্নয়ন সম্পাদক মোঃ ওবায়দুল, কার্যকরী সদস্য মোঃ আনোয়ারুল, মোছাঃ নাছরিন, মোছাঃ কামরুনাহার, মোঃ ফরিদুল প্রমূখ। এ সভায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান বলেন- শিশু না কাঁদলে মা যেমন দুধ দেয় না, তেমনি আন্দোলন ছাড়া আমাদের দাবি প্রতিষ্ঠা পাবে না। এই আন্দোলনে সামনের কাতারে আমাকে পাবেন। যদি শহীদ হতে হয়, আমি হবো নিশ্চয়। জাগোবাহে জাগো, গড়তে হবে অধিকার আদায়ের জন্য। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, পিছন ফিরে তাকানোর সময় নেই। ১৭ বছর ধরে আন্দোলন করছি, আর কতো আন্দোলন করলে দাবি আদায় হবে। দেশের বিশেষ বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করণের দাবিতে চল চল ঢাকা চল, ২১ জুলাইয়ের সমাবেশ সফল করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ।