Breaking News
জুলাই ২১, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র-জনতা।

বুধবার (১৬ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।
এ সময় ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

দাবির বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুকী এহসান কালবেলাকে বলেন, আজকে গোপালগঞ্জে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের ব্যর্থতার কারণেই আমাদের সহযোদ্ধাদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা করার সাহস দেখিয়েছে। প্রশাসনের এ ব্যর্থতার প্রতিবাদে আমাদের আজকের এই অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *