Breaking News
জুলাই ২৩, ২০২৫

পায়রাকুঞ্জ ফেরিঘাটে ট্রলার পারাপারে যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভারা আদায়ে বিশেষ অভিযানঃ আটক চারজন

স্টাফ রিপোর্টার কাওসার হোসেন মুন্না

পটুয়াখালীর মির্জাগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযানে চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন পটুয়াখালী আর্মি ক্যাম্পের একটি টহল দল। অভিযানে নেতৃত্ব দেন ৪৪ বীর ব্যাটালিয়নের মেজর রাশেদ
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ফেরিঘাট এলাকায় ট্রলারে যাত্রী ও যানবাহনের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় মশিউর রহমান, জসিম খলিফা, পান্না মিয়া ও জসিম শিকদার নামের চারজনকে আটক করা হয়।

জানা যায়, জেলা পরিষদের নির্ধারিত ভাড়া অনুযায়ী মোটরসাইকেলের জন্য ১৭ টাকা ও যাত্রীর জন্য ১৫ টাকা নির্ধারিত থাকলেও আদায় করা হচ্ছিল ৫০ টাকা করে। এমনকি রিকশার ক্ষেত্রেও ১৫ টাকার স্থলে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হয়।

আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানার এএসআই কমল বর্মণের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *