স্টাফ রিপোর্টার কাওসার হোসেন মুন্না
পটুয়াখালী জেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল ১৫ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে পটুয়াখালী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় গ্রেফ্তারকৃত কামাল হোসেন (২৬) এর কাছ থেকে ৪১ পিস এবং সোহেল মাতাব্বর (৩০) এর কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত কামাল হোসেন পিতা সামছুল শিকদার ও মাতা মোর্শেদা বেগমের সন্তান। অন্যদিকে সোহেল মাতাব্বর পিতা শাহ আলম মাতাব্বর ও মাতা নিলুফা বেগমের সন্তান। উভয়ের স্থায়ী ঠিকানা চরপাড়া, স্বনির্ভর রোড।
পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দীন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করে তিনি বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”