
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই অ্যাডহক ভিত্তিতে ৬৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
এ নিয়োগে সংবাদপত্রে বিজ্ঞাপন না দিয়ে কেবল হাসপাতালের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি টানানো হয়েছিল, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের অধিকাংশই বিএনপি–সমর্থিত চিকিৎসক সংগঠন ড্যাবের সদস্য বলে অভিযোগ উঠেছে। যদিও হাসপাতালের পরিচালক অধ্যাপক মাহবুবুল হক ও পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, হাসপাতালের প্রয়োজনেই নিয়োগ দেওয়া হয়েছে।
বিতর্ক আরও ঘনীভূত হয়, যখন একটি সভার ভিডিওতে ড্যাবের সাবেক নেতা এম এ কামাল দাবি করেন, “নিয়োগপ্রাপ্ত সবাই ড্যাবের।” এ নিয়োগের প্রতিবাদে জামায়াত-সমর্থিত এনডিএফ মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে। ১০ জুলাই গঠিত কমিটি আজ (রোববার) শিশু হাসপাতালে গিয়ে তদন্ত কার্যক্রম চালাবে।
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানান, “প্রাথমিক ব্যাখ্যার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”