
পটুয়াখালী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে আজ(রবিবার) বেলা ১১ টায় পটুয়াখালী সার্কিট হাউজের সামনে পথসভা করবে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ উপলক্ষে শহরজুড়ে বইছে সাজ সাজ রব, দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।
এতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে থাকছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব নাহিদা সারওয়ার নিভা ও তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।নেতাদের আগমনে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যানার-পোস্টার লাগানো হয়েছে,করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা প্রস্তুতি কার্যক্রম। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য।