
পটুয়াখালী কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম সুনানের বাড়িতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদলের হামলায় ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট হয়েছে।
রবিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে এক কক্ষে জিম্মি করে ডাকাতদল মূল্যবান মালামাল লুট করে নেয়।
ভুক্তভোগী তরিকুল ইসলাম সুনান জানান, একতলা ভবনের বারান্দার গ্রীল কেটে ৭-৮ জনের একদল সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সবাইকে জিম্মি করে আলমারি ও সুটকেস ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেয়। এসময় তাকে ও তার আমেরিকা প্রবাসী স্ত্রী নিশাত তাবাসসুমকে মারধর ও লাঞ্ছিতও করা হয়।
ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম এবং পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি জুয়েল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে কলাপাড়া উপজেলায় একের পর এক চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি ও সন্ত্রাসী হামলার মতো অপরাধমূলক ঘটনার হার বেড়ে গেছে। এতে করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।