Breaking News
জুলাই ২৭, ২০২৫

মৃত্যুর আগে ফেসবুক রহস্যময় স্ট্যাটাস ঢাঃবিঃ শিক্ষার্থীর

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন সাঞ্জু বাড়াইক নামের এক শিক্ষার্থী। সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর আগে রোববার (১৩ জুলাই) রাত ১২টা ৮ মিনিটে ফেসবুকে সবার কাছে ক্ষমা চেয়ে এক ‘রহস্যময়’ স্ট্যাটাস দেন সাঞ্জু।ওই স্ট্যাটাসে সাঞ্জু বাড়াইক লিখেছেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি। উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার। আমি ক্ষমা চাচ্ছি।’জানা গেছে, সঞ্জয় বাড়াইক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে সাঞ্জু হলের ছাদে যান, সেখানে প্রায় দেড় ঘণ্টার অধিক সময় অবস্থান করেন। একপর্যায়ে ভোর ৫টা ৩৬ মিনিটে ছাদ থেকে লাফ দেন।এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ‘সকালে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা কাজে আসেন। পরিচ্ছন্নতার কাজ করতে এসে একজন বিকট শব্দ পেলে এগিয়ে গিয়ে দেখেন এক ছাত্র পড়ে আছে। পরে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *