Breaking News
জুলাই ২১, ২০২৫

দাপুটে জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

এক ম্যাচ হাতে রেখে জমে উঠেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। দাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে স্বাগতিকদের ৮৩ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। ব্যাট হাতে অধিনায়ক লিটন দাসের ফিফটি ও বল হাতে রিশাদ হোসেনের ঘূর্ণি ছিল ম্যাচের মূল হাইলাইট।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ৭ রানে দুই ওপেনার ফিরে যান। কিন্তু সেখান থেকে হাল ধরেন অধিনায়ক লিটন দাস। তাওহীদ হৃদয়ের সঙ্গে বড় জুটি গড়েন তিনি। এরপর শামীম হোসেনের সঙ্গে আরও এক কার্যকরী জুটি গড়েন লিটন।

লিটনের ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৬ রানের ক্যাপ্টেনস ইনিংস, যেখানে ছিল ৫টি ছক্কা। শামীম হোসেন ২৭ বলে খেলেন ৪৮ রানের ঝড়ো ইনিংস। এই দুজনের দাপটে বাংলাদেশ ২০ ওভারে তুলে ফেলে ১৭৭ রান।

১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস রান আউট হন শামীমের সরাসরি থ্রোতে। এরপর একে একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান ব্যাটাররা। পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে তারা।
রিশাদ হোসেন ছিলেন বাংলাদেশের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র। তিনি ৩.২ ওভারে মাত্র ১৮ রানে নেন ৩ উইকেট। শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন তুলে নেন ২টি করে উইকেট। ফলে ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *