Breaking News
জুলাই ২৩, ২০২৫

প্রথমবারের মতো বড় পরিসরে লালারচক মাদ্রাসার অভিভাবক সমাবেশ।

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের লালারচক দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে গঠনমূলক অভিভাবক সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় লালারচক জামে মসজিদে অনুষ্ঠিত সভায় মাওলানা মিজানুর রহমান সাহেবের সঞ্চালনায় পরিচালিত সমাবেশের সূচনাতে মাদ্রাসার সম্মানিত মুহতামিম শায়খুল হাদিস মাওলানা মুফতি আশরাফুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি মাদ্রাসার সার্বিক কার্যক্রম, নীতিমালা, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করেন।

তিনি শিক্ষার্থীদের নৈতিক ও আখলাকী উন্নয়ন উপস্থিতি ও পাঠদানের মানোন্নয়ন হিফজ বিভাগের অগ্রগতি ও কার্যকর কৌশল শৃঙ্খলা রক্ষা ও চারিত্রিক গঠনে মাদ্রাসার পদক্ষেপ
পরীক্ষার ফলাফল পর্যালোচনা ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি বিষয় রূপরেখা উপস্থাপন করেন।

সমাবেশে অংশগ্রহণকারী অভিভাবকগণ খোলামেলা মতামত, পরামর্শ ও মূল্যবান প্রস্তাবনা তুলে ধরেন। অনেকে সন্তুষ্টি প্রকাশ করে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও রশিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের আদর্শ ও আত্মমর্যাদাসম্পন্ন মুসলমান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের নিয়মিত যোগাযোগ ও সচেতন দৃষ্টির প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

উক্ত সমাবেশ কেন্দ্রীয় পরীক্ষা মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ও মাওলানা লিয়াকত আলী সাহেবের এক হৃদয়গ্রাহী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
পরিশেষে সকল সম্মানিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *