Breaking News
জুলাই ২১, ২০২৫

কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে ৯ জুলাই’২০২৫ইং বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের শাপলা চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জাগো কৃষক সংঘবদ্ধ হও এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যক্তি মালিকানা জমি খাস খতিয়ানে রেকর্ড করার প্রতিবাদে কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, ঢাকা জেলা কমিটির আহ্বায়ক লিটন কবিরাজ, লালমনিরহাট জেলা কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ, কুড়িগ্রাম জেলার স্থানীয় কৃষকদের পক্ষে হলোখানা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন, কৃষক সাইফুল ইসলাম, কৃষক এরশাদুল হক, কৃষক রফিকুল ইসলাম প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- ব্যক্তি মালিকানা জমি খাস খতিয়ানে রেকর্ড বন্ধ করতে হবে। পয়স্তি, শীকস্তি আইনে মালিকানা জমি খাস খতিয়ানে রেকর্ড বন্ধ করতে হবে। কুড়িগ্রাম সদর উপজেলার আরাজী পলাশবাড়ী মৌজায় ব্যক্তি মালিকানার জমি ভ্রমাত্মভাবে আর.এস রেকর্ড হওয়ায় তা সংশোধন না হওয়া পর্যন্ত এস.এ রেকর্ড মোতাবেক যাবতীয় কার্যক্রম চলমান রাখা এবং সরেজমিন তদন্ত করে বিশেষ ধারা সংযোজনের মাধ্যমে প্রকৃত ভূমির মালিকদের নামে জমি রেকর্ডভুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *