Breaking News
জুলাই ২২, ২০২৫

স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ ব্যবসায়ী শ্রেণিতে সম্মাননা পেলেন সগীর আহমেদ

নিউজ ডেস্ক: সাংবাদিকতা ও ব্যবসার মিশেলে গড়ে ওঠা একজন সফল পেশাজীবী সগীর আহমেদ এবার স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘ব্যবসায়ী শ্রেণি’তে বিশেষ সম্মাননা অর্জন করেছেন। রাজধানীর কচিকাঁচার মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের নানা খাতের গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্টজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, শুধু ব্যবসায়ী হিসেবেই নয়, সগীর আহমেদের সাংবাদিকতাজীবনও ছিল সমানভাবে উজ্জ্বল। তার বহুমাত্রিক অবদানকে মূল্যায়ন করেই তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

সগীর আহমেদ এর আগেও সাংবাদিকতা ও ব্যবসায় মিলিয়ে ৩ থেকে ৪টি পুরস্কার লাভ করেছেন। তিনি বলেন, এই পুরস্কার শুধু আমার একার না, যারা আমার পথচলায় পাশে ছিলেন—তাদের সবার সম্মান। এটা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ফুলের তোড়া তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *