Breaking News
জুলাই ২১, ২০২৫

ফুলপুরে পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন : ক্ষতির মুখে খামারি পরিবার

মাহাবুল ইসলাম পরাগ, ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর মড়লবাড়ী এলাকায় এক মৎস্য খামারির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০-১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত খামারি এরশাদুল হাসান হিমেল জানান, তিনি দীর্ঘদিন ধরে পুকুরে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। রাতের অন্ধকারে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরে অসংখ্য মৃত মাছ ভেসে উঠতে দেখা যায়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত নাশকতা। একজন পরিশ্রমী খামারিকে ধ্বংস করার উদ্দেশ্যেই এমন কাজ করা হয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী হিমেল। এদিকে এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এ ঘটনায় খামারি পরিবার মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়েছে।

এলাকার সচেতন মহল এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *