
মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
দুস্থ ও কর্মক্ষম নারীদের পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলমের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল ১০টায় গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এই কর্মসূচির প্রথম ধাপে উপজেলার ৩০ জন দুস্থ ও কর্মক্ষম নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মু. শাহ আলম। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউকে শুধু টাকা দিয়ে সহায়তা করার পরিবর্তে টেকসই পুনর্বাসনে বিশ্বাসী। আমরা চাই মানুষ নিজে কাজ করে নিজের পায়ে দাঁড়াক। এই কর্মসূচির মাধ্যমে আমরা পটুয়াখালী-৩ আসনের অন্তত ১৫ হাজার মানুষকে পুনর্বাসনের আওতায় আনতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা আমীর মাওলানা জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর হাবীবুর রহমান ফোরকান, উপজেলা বায়তুলমাল সম্পাদক মো: শামসুল আলম, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শাহ আসিফ আব্দুল্লাহ, গলাচিপা যুব বিভাগের সভাপতি মো: মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি হুযাইফা হোসনেয়ারা প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এ সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।