Breaking News
জুলাই ২১, ২০২৫

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি, মো: শাহিন,

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন।

বুধবার সকাল শহরের ব্যায়ামাগার মিলনায়তনে নেতাকর্মীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে।

প্রথম অধিবেশন জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু।

সম্মেলন ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়কে টানানো হয়েছে রঙ-বেরঙের ফেস্টুন, ব্যানার ও তোরণ। সাজানো হয়েছে রঙিন বাতিতে।

সম্মেলনে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রথম পর্বে আলোচনা সভা শেষে করে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। বরিশাল বিভাগের মধ্যে এটিই প্রথম সম্মেলন, যেখানে ভোটের মাধ্যমে জেলা কমিটি গঠন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু এবং সঞ্চালনা করবেন সদস্য সচিব স্নেহাশু সরকার কুট্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *