
মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মধ্যচরখালী গ্রামে ২৮.০৬.২০২৫ তারিখে গ্রামের কিশোরীদের বাল্য বিবাহ কমিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়া ও আত্মনির্ভরশীল হয়ে পরিবার ,সমাজ, দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য কিশোরীদের নিয়ে গঠিত ২৫ জন স্বপ্নস্বারথিদলের সদস্যদের নিয়ে পরামর্শ মূলক জীবন দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন কর্মসূচির উপজেলা কর্মকর্তা মুন্সী ফারুক হোসেন,এই কর্মসূচি পটুয়াখালী জেলা সহ সারা বাংলাদেশে বর্তমানে ৩১ টি জেলায় কাজ করছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি এই জীবন দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে একদিকে যেমন বাল্য বিবাহ কমিয়ে কিশোরীদের লেখাপড়া করে ভবিষ্যৎ লক্ষ পুরণে সহায়তা করছে,পাশাপাশি নির্যাতিত নারী ও শীশুদের বিনা মূল্যে আইনি সহায়তা দিয়ে আসছে ।