কুড়িগ্রামে নবীর পাগড়ী নিয়ে কটুক্তিকারীর ফাঁসির দাবীবিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

মহানবী মুহাম্মদ (সা:)- এর সুন্নত পাগড়ী নিয়ে কটুক্তি করায় আপেল নামের এক ব্যক্তির ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ জুন বিকেল সাড়ে পাঁচটায় কুড়িগ্রাম জেলার সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্যজোট ও কুড়িগ্রাম জেলা প্রেসক্লাব সহ ১০টি শ্রমিক সংগঠনের প্রায় শত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। শাপলা চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুর রহমান, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের যুগ্ন আহবায়ক ও কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিকের নেতা মো: ছকমাল হোসেন, কুড়িগ্রাম জেলা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং উন্নয়ন কমিটির আহ্বায়ক মাওলানা মোঃ বেলাল হোসেন এবং কুড়িগ্রাম জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, সাংবাদিক আশীর্বাদ রহমান প্রমুখ।
বক্তারা বলেন- কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব এবং জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের পাগড়ী পড়া নিয়ে আপেল নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের কমেন্টে গিয়ে বলেন- “লুঙ্গি খুলে মাথায় পাগড়ী বাঁধেন”। মহানবী মুহাম্মদ (সা:)- এর সুন্নত পাগড়ী নিয়ে এমন কুরুচিপুর্ণ কটুক্তি করায় সাংবাদিক, শ্রমিক ও ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষুদ্র হয়ে ওঠেছেন।

এমতাবস্থায় কটুক্তিকারী ব্যক্তি আপেলের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা নিয়ে তার শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য পুলিশসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রামের পৌর বাজার ও কলেজ মোড় হয়ে সুলতানা পার্কে এসে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *