মধুপুরে ঘোড়া জবাই, পুলিশী অভিযানে ৭টি ঘোড়া উদ্ধার – আটক ১

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে লালমাটির শালগজাড়ী বনের ভেতর রাতের আঁধারে ঘোড়া জবাই করে মাংস তৈরির সময থানা পুলিশের অভিযানে হাতেনাতে আজাদ মিয়া (৫৫) নামের একজনকে আটক করেছেন থানা পুলিশ।
গতকাল গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ এলাকায় গহীন জঙ্গলের ভেতরে দূর্বৃত্তরা ঘোড়ার জবাই করে মাংস তৈরি করছিল ।
মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পন্ড করে দিয়েছে সে আয়োজন।
অভিযানে ৭ টি জীবিত ঘোড়া, ৪ টি জবাই করা ঘোড়া, জবাই করার অস্ত্র সরঞ্জামাদি, মাংস সংরক্ষণ উপাদান বরফ, লবণ জব্দসহ এ চক্রের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।
স্থানীয় যুবক শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, জহিরুল, শাহীন, বাবুল মিয়ারা জানান, রাত প্রায় ১১ টার দিকে এক অটোরিক্সা চালকের মাধ্যমে খবর আসে ঘোড়া ভর্তি দুটি ট্রলি ঘটনা এলাকার বনের ভিতরে নেয়া হচ্ছে।
সন্দেহজনক মনে করে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পঁচিশ মাইল বাজার থেকে অভিযান শুরু করে রাত দুটার দিকে ঘটনাস্থলে পৌছলে দূর্বৃত্তরা টের পেয়ে সব কিছু ফেলে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *