Breaking News
জুলাই ১৯, ২০২৫

গলাচিপায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন

মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন করা হয়েছে। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে পটুয়াখালী গলাচিপায় আনন্দমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।

২৭ জুন বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হয়েছে। উপজেলার কেন্দ্রীয় কালি থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহা বাড়িতে এসে শান্তিপূর্ণ ভাবে রথযাত্রার সমাপ্তি করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়।

জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।রথযাত্রায় অংশগ্রহণ করেন, কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক, গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো আশাদুর রহমান, সাধারণ সম্পাদক তাপস দত্ত, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মাসুম, সাংগঠনিক আসাদুজ্জামান সবুজ, যুবদলের সভাপতি শাহিন খন্দকার প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *