Breaking News
জুলাই ১৯, ২০২৫

কাঠ (মিস্ত্রী) থেকে লক্ষ্যে টাকার মালিক নাজিম খান ইউনিয়ের ফারুক হোসেন।

মোঃ মাইনুল ইসলাম
জেলা প্রতিনিধি কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলাধীন নাজিম খান ইউনিয়ন ৪নং ওয়ার্ড মল্লিক বেগ (পয়ধর) গ্ৰামের ফারুক হোসেন তিনি পেশায় একজন (কাঠ মিস্ত্রী) এখন অবৈধ ব্যবসা করে লক্ষ্যে টাকার মালিক।

নাজিম খান বাসীর দাবি এই ফারুক হলো একজন মাদক কারবারি সে আগে করতো কাঠ মিস্ত্রীর কাজ।
কিন্তু সরকার পতনের পর সে এই মাদকের ব্যবসায় জড়িত হয়ে অনেক ছাত্র এবং যুবক ছেলেদের জীবন ধ্বংস করে দিচ্ছে। এমনকি তাঁর নিজের বাড়িতে ও হচ্ছে মাদক সেবন।কিছুদিন আগে মিনি ইয়াবা ব্যবসায়ী নিজাম উদ্দিন কে প্রশাসন আটক করেছে, কিন্তু তাঁর অনুসারীদের রেখে গেছেন। রাজারহাট থানার প্রশাসনের কাছে এলাকাবাসীর অভিযোগ এই মাদক ব্যবসায়ী ফারুক কে আটক করা বা তাকে আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন আমরা এই মাদকের বিরুদ্ধে একশন নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।রাজারহাট থানা ও কুড়িগ্রাম জেলা প্রশাসন সহ কুড়িগ্রাম সেনাবাহিনী কে দূরত্ব এই ফারুক কে আইনের আওতায় আনার দাবি যানান।

এলাকাবাসীর দাবি সে আমাদের গ্ৰামের মধ্যে রাতে অনেক অপরিচিত লোকের আড্ডা কাউকে কিছু বলার আগেই সে আমাদের উপর হুমকি দেয়, এমনকি তাঁর বাড়িতে অনেক চোরাই মালামাল পর্যন্ত আছে। আর এই মাদক ব্যবসায়ীদের জন্য হচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ অনেক অপকর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *