
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:২৩-০৬-২০২৫
কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের ভূমিকা ‘শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে কুড়িগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক আসাদুজ্জামানের সভাপত্বিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা।
এসময় আরো উপস্থিত ছিলেন সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত -ই খুদা,কুড়িগ্রাম সমাজসেবা উপপরিচালক হুমায়ুন কবির, গ্রাম আদালতের জেলা ম্যানেজার ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন দৌলতুন নেছা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কালবেলা জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু, একুশে টিভির জেলা প্রতিনিধি,সাংবাদিক শাহিন আহমেদ,আমার সংবাদ প্রতিনিধি, দেশটিভির প্রতিনিধি জুয়েল রানা,জিটিভির প্রতিনিধি মিজানুর রহমান, নাগরিক টিভির প্রতিনিধি ফজলুল হক ফারাজীসহ
সরকারি-বেসরকারি ও বিভিন্ন এনজিও কর্মীগণ।
এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত বিশেষ ভুমিকা পালন করে চলছে।