২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান

শরিফ মিয়া স্টাফ রিপোর্টর

জামালপুরের ইসলামপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২৪জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান। মোট ১৬ কোটি ৭৫ লাখ  ৮৯ হাজার ৫২৮ টাকা বাজেট ঘোষণা করা হয়।বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ১৬৪ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ০৯ হাজার ৩৬৪ টাকা।বাজেট অধিবেশনে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.এ.এ.আবু তাহের,প্রকৌশলী কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ,সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমীন,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হাবীব,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা,জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা কামরুজ্জামান,ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুর রহমান রফিকুল,পৌর নিবার্হী কর্মকর্তা আবু সাইদ,উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খাঁন বিপুল,পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী,বণিক সমিতির সভাপতি আওয়াল খান,  প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ প্রমুখ।উন্মুক্ত বাজেট ঘোষণা পৌর সভার কর্মকর্তাসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *