Breaking News
জুলাই ২১, ২০২৫

‎মধুপুরে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মীসভা অনুষ্ঠিত 

 মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

‎টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একাংশের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  

‎শনিবার (২১ জুন) বিকেলে জেলা পরিষদের মধুপুর অডিটোরিয়ামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন কর্মীদের  এ সভা অনুষ্ঠিত হয়।  মধুপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

‎বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক টাঙ্গাইল -১ (মধুপুর ও ধনবাড়ী)  আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। কর্মী সভায়   প্রধান বক্তা ছিলেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন। 

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি  অধ্যাপক মো. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির তালুকদার, পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক মনি,  উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ মান্নান, পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. মিনজুর রহমান তালুকদার (নান্নু), মেহেদী হাসান মিনজু, সোহেল রানা মাছুম, মারফত আলী, আ: হামিদ সরকার, মো. শামছুল হক বাবলু, সরকার মনি, খন্দকার মারুফ আহমেদ, হামিদা খাতুন, আব্দুর রহমান, রানা চৌধুরী, জায়েদ হাসান জনী, শ্রাবণ হাবীব রুবেল প্রমূখ। 

‎উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকার আসাদুজ্জামান আসাদ। কর্মী সভার  মিডিয়া সহযোগিতায় ছিলেন সাবেক  যুবনেতা মনিরুজ্জামান আসিফ।

‎পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করা কর্মীসভায় প্রয়াত বিএনপি নেতা আব্দুল মালেক ও গত আগস্টের হাসিনা বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়। তাঁদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

‎কর্মীসভায় মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *