
বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার আনন্দ ও বিনোদনের অভূতপূর্ব আয়োজন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা। স্থানীয় সংস্কৃতি, পণ্য এবং ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি মেলাটি রূপ নিয়েছে এক আনন্দঘন উৎসবে।
মেলার বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়ক, নায়িকা ও গায়কগণ, যাদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে ভিড় জমিয়েছে হাজারো দর্শনার্থী। গানের সুর, নাচ আর তারকাদের সান্নিধ্যে গ্রামীণ পরিবেশে যেন ছড়িয়ে পড়েছে শহুরে আয়োজনের জৌলুস।
মেলায় কুটির শিল্প পণ্যের স্টল, ঐতিহ্যবাহী খাবার, খেলনা, হস্তশিল্প ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভরপুর সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে দর্শনার্থীরা পাচ্ছেন বিনোদন ও কেনাকাটার একসাথে সুযোগ।